গোবরে পদ্মফুল - গোবরে পদ্মফুল[সম্পাদনা]. গোবরে পদ্মফুল বলতে বুঝায়ঃ অ-স্থানে মূল্যবান বস্তু। পদ্ম ফুল এর জন্ম পুকুরের/ জলাধারের গভীরে। সেখানে গোবর যাওয়া অসম্ভব। তাই এই উপমা ব্যবহৃত হয়। যেমনঃ মুচির ছেলে ডাক্তার হলে গোবরে পদ্মফুল উপমা ব্যবহার করআ যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস